জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক । ১০০% কাজ করব ৷আপডেটেড ।
>>> এই পোস্টটি ১,৫২১ বার দেখা হয়েছে <<<জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক । ১০০% কাজ করব ৷
জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক
1 » আপাতত ব্রাউজ এর জন্য প্রথমে p1 একটিভ করুন ।
তারপর T567321 লিখে 9999 এ SMS দেন ।
তাহলে আপনি ৫ টাকায় 15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন ।
*অবশ্যই P1 একটিভ করার পর ম্যাসেজটা পাঠাবেন ।
2» GP-Internet এবং Opera mini দিয়ে ফেসবুক ফ্রী চালান ।
মনে রাখবেন মোড করা ওপেরাতে নয় ।
Opera এর Adress এ http://0. facebook.com/ লিখে ফ্রী ফেসবুক ব্যবহার করুন ।
আপনি চাইলে ছবিসহ ব্যবহার করতে পারবেন ।
শুধু Photo link copy করে 0 এর আগে WWW বসান ।
এভাবে , http:// www. 0.facebook.com/home.php যাদের টাকা বা মেগাবাইট কাটছে তারা অপেরার সেটিংস এ যান ।
(opera mini 5.0 to 7.1) Menu>settings>>advanced settings. উপরে ‘connection type’/’protocol’ নামে একটা মেনু আছে ।
ওখান ‘HTTP’ এবং ‘SOCKET’ Or ‘SOCKET/HTTP’ নামের অপশন আছে ।
আপনারা ‘HTTP’ সিলেক্ট করে 0. facebook.com চালান , তাহলে Tk বা Mb কাটবে না ।
আর কাটলেও মাঝে মাঝে 2/1KB or, 2/1 paisa কেটে নিতে পারে ।
ওপেরা 4.0 to 4.4 এ Menu>setting>protocol type এ যেতে হবে ।
3 » P1 একটিভ করুন ।
তারপর প্রতিদিন রাত ১১.৩০ খেকে ১২.১৫ পর্যন্ত continue একটা File download করুন ।
23tk যাবে প্রথমদিন , তারপর থেকে ফ্রি ব্রাউজ করতে থাকুন প্রতিদিন ।
4 »আনলিমিটেড ফাইল ডাউনলোডের জন্য P 4(150MB@60tk pack) নিন রাত 12.05am এ , 130 মেগাবাইট ডাটা শেষ হবার পর 30 Megabyte এর একটা বড় ফাইল একটানা একবারে ডাউনলোড দিন ।
এরপর প্যাকটা আনলিমিটেড হয়ে যাবে । আপনি ওইদিন 1.7GB+ ডাটা ডাউনলোড দিতে পারবেন ।
আর ওইদিন 11.30pm থেকে 12.45am পর্যন্ত ডাটা ইউজ টানা করলে কথনো কথনো পরের দিনেও আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন ।
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.