একটা ছোট বেদনার গল্প বলি আপনাদের, যা গল্প হলেই ভাল, বাস্তবতায় যেন কারো সাথে না হয়

-->
একটা ছোট বেদনার
গল্প বলি আপনাদের,
যা গল্প হলেই ভাল,
বাস্তবতায় যেন
কারো সাথে না হয় !
এক ছেলে ও এক
...
মেয়ে একে অপরকে অনেক
ভালবাসত ,
ছেলেটি ছিল অনেক
রাগি আর
মেয়েটি কিছু কম ছিল
না !!
কোন এক কারন এ
তাদের ব্রেকাপ হয় ,
একদিন রাতের
বেলা মেয়েটির
মোবাইল এ
একটা মেসেজ আসে
মেয়েটি রাগ এর
কারনে সেটি ওপেন
করে না !!
পরের দিন যখন তার
মেসেজটির
কথা মনে পড়লো সে ওপেন
করা মাত্র
কেদে উঠলো
কারন
তাতে লিখা ছিল .
.
.
.
.
.
"আমরা এক সময়
একে অপরের সাথে সব
কিছু শেয়ার করতাম
দুখ,হাসি,কান্না,
আনন্দ,ভয়,বেদনা,ভাল
লাগা, কথা বলা সব
কিছু
কিন্তু তোমার
সাথে আজ আমার এই
পৃথিবী শেয়ার
করতে কষ্ট
হচ্ছে তাই এই
পৃথিবী তোমাকে দিয়ে আমি চললাম !!




..সেদিন কান্না টা তোমার জন্য ছিলো কি না জানি না... তবে তোমাকে খুব মনে পড়ছিলো... যদিও তুমি জানবে না কোনো দিন... তাতে কি...না জানাই থাক...তুমিতো এ টাও জানতে না যে তোমায় আমি কতোটা ভালোবেসেছিলাম.. . আমার কান্নাকে ছাপিয়ে তুমি হেসে চলেছিলে......
তাও আবার অন্য কারও জন্য...অন্য কারও সাথে... আমি চাই তুমি হাসো...কিন্তু তোমার হাসি টা যে আমায় কষ্ট দেয়... কারণ আমি জানি হাসি টা যে আমার জন্য না... তাই আমি চলে যাচ্ছি...ভাবছি ফিরবো না আর...হবো না আর তোমার মুখোমুখি...


কোন মেয়ে আপনার
প্রতি দুর্বল
থাকলে কি করে তা বুঝবেনঃ....
1. সে সবসময় আপনার
হাত ধরার
চেষ্টা করবে
...
2. কোন কারন ছাড়াই
সে আপনার জন্য ছোট-
খাটো উপহার কিনবে
3. আপনার পরিবারের
অন্য সদস্যেদের
প্রতি তার আগ্রহ
দেখাবে - খোঁজখবর
নিবেকারন
একটি মেয়ে যখন কোন
ছেলেকে পছন্দ করে তখন
মেয়েটি ছেলেটির
চারপাশের
সবকিছুকে পছন্দ করা শুরু
করে
4.
সামনাসামনি বসে কথা বলার
সময়সে আপনার
দিকে ঝুকে (সামনের
দিকে) বসবে
5. সে আপনার
দিকে তাকিয়ে অকারনে(অধিক
মাত্রায়) হাসবে
6. সে আপনার
সাথে ঠাট্টা-
তামাশা করবে
7. সে আপনার মন্তব্য
কিংবা কৌতুক শুনে অট্ট
হাসি হাসবে
8. সে এমন সব
কার্যক্রমের
কথা উল্ল্যেখ
করবে যেটাতে আপনার
আগ্রহ আছে -
তাহলে সে আপনার
সাথে ওই
কাজে অংশগ্রহন
করতে পারবে (যেমন
কোন অনুষ্ঠানে বা কোন
বিশেষ
রেস্টুরেন্টে খাওয়া)
9. সে আপনার
পাশাপাশি থাকতে চাইবে -
অন্য
বন্ধুরা যতটা নাচাইবে তার
চেয়ে বেশি
10. আপনার
সাথে কথা বলার সময়
সে তার বান্ধবীর
গলা জড়িয়ে ধরেবান্ধবীর
পিছে দাড়াবে এবং স্থির
না থেকে কিছুটা হেলে-
ধুলে কথা বলবে
11. সে প্রায়শই জিজ্ঞেস
করবে নারীদের
মাঝে আপনার কি ভাল
লাগে এবং নারীর কোন
বিষয়টি আপনার ভাল
লাগে
12. কথা বলার সময়
সে যদি আপনার কথার
অনুকরন
করে অথবা আপনি যা করতে পছন্দ
করেন তা করা শুরু
করে তাহলে এটি খুবই
পজেটিভ একটি বিষয়
"সে আপনাকে পছন্দ
করছে"
13. সে আপনার
সাথে দুপুরের
কিংবা রাতের খাবার
খেতে আগ্রহ প্রকাশ
করবে
14. তার চেহার রক্তিম
আভা ধারন করবে যখন
আপনি তার
সাথে কথা বলবেন
অথবা তার সামনা-
সামনি হবেন
15. আপনার দিকে নজর
দিলে তার চোখের
তারা বড় হয়ে যাবে
কোন বস্তু
বা ব্যক্তি যা আমরা পছন্দ
করি তার
দিকে তাকালে আমাদের
চোখের
তারা আপনা থেকেই বড়
হয়ে যায়
16. সে স্বাভাবিকের
তুলনায় বেশি বার
চোখের পলক ফেলবে যখন
সে আপনার
দিকে তাকাবে
17. তার চোখের পালকের
পশমগুলো আপনা থেকে ঝাপটাবে


Tomar valobasar bonnagulo jokhon hatchani diye dake, Tomar nishpap chokher govire ki jeno ekta na bola kotha uki mere jay. Tobe ki tumi bolte cheyechile? Bandhte cheyechile amay kono badhone? Tomar ajantei hay, aj ami bandha pore gechi oi t...
ane. Tomar chokhe takiye khujechi valobasar mane. Tumi hoyto bujheo bojhona a moner kotha. Hajar kothar majheo mon chuye jay tomar nirobota. Tobe ki tumi bolbena? Debena amay kotha? Na dao tobu valo lage aj ei ojana batha... ---------- [AMADER POST GULO VALO LAGLA LIKE +TAG+SHARE KORUN& JARA PAGE TITE LIKE DAN NI TARA PLZ PAGE LIKE DAN.]




যখন নিঝুম রাতে, সব কিছু চুপ! নিস্প্রান নগরীতে ঝিঁঝিরাও ঘুম.... আমি চাঁদের আলো হয়ে, তোমার কালো ঘরে... জেগে রই সারা নিশি!!! এতটা ভালবাসি...



Megh hoye kado boley...ami Sraboney vashi-eari nam prem prio,valo basha-bashi....durotto tmi holey poth hoye thaki,eto chai tobu jeno-tmake na dekhi...shur hoye bajo jodi-hobo kotharo noi...barey barey ferey tmatei ami ashi.... :( biroho tm...
i holey,betha hoye baji,tmi sara ami bolei,tmakei khuji-kacey durey jai thaki,kothopo kothone thaki..hridoyo gohone,gane gane,pasha pashi.megh hoye kado boley ami sraboney vashi,eri nam prem prio,valo basha bashi.




শুভ সকাল বন্ধুরাসুন্দর এই সকালে চোখ বুঝে একবার মনে করুন আপনার ছোটোবেলার কোনো প্রিয় বন্ধুকেমনে করুন তার সাথে কাটানো কোনো আনন্দময় স্মৃতিদেখবেন দিনটা অনেক ভালো যাবে>>
Share:

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Fiverr Offer

Popular Posts

Powered by Blogger.

Labels

Labels

Popular Posts

Labels

Blog Archive

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.