কম্পিউটার হ্যাং হওয়ার কারন

কম্পিউটার হ্যাং হওয়ার
পেছনে আনেক গুলো কারন
থাকতে পারে। নতুন আবস্তায়
যদি হ্যাং করে তবে হার্ডওয়্যার
এর সমস্যা আছে। ৬মাসের পর থেকে যে কারনে হ্যাং করতে পারে।

কথা না বাড়িয়ে দেখে নেই
কি কারনে হ্যাং করে।

যদি কেও এর আগে এই ধরনের
পোস্ট
করে থাকে তাহলে আমি খুবই দুঃখিত প্রসেসরের
উপরে লাগানো কুলিং ফ্যানে যদি এরকম
ধুলো পরে জ্যাম হয়ে যায় তখন
প্রসেসর হিট হয়। যদি এরকম
হয় তখন পরিস্কার করে দিন।

BLOWER দিয়ে পরিস্কার করুন। ভাল পরিস্কার হবে। আপনার পাওয়ার সাপ্লাই এর
পাখা ভিতরের গরম
হাওয়াকে বের করে দেয় এই
পাখা যদি জ্যাম
থাকে বা না ঘুরে তখন ভিতরের
কোন অংশ ড্যামেজ হয়ে জায় তখন ঠিকমতো Volt Supply
দিতে পারেনা তখন
পিসি হ্যাং করে। আবার
পাখা ঠিক মতোই ঘুরছে তবুও
পাওয়ার সাপ্লাই এর জন্য
হ্যাং করে থাকে। কুলিং ফ্যানের এরকম
চারটি পা আছে বেশি দিন
হয়ে গেলে এদের টেম্পার
কমে যায় ফলে যেকোন
একটি পা খুলে যায়। আবার
processor অনুযায়ি কুলিং ফ্যান
লাগানো হয় না ফলে বেশি হিট
হয়ে প্লাস্টিকের পা গুলো নরম
হয়ে খুলে জায়। মাদারবোর্ডের বয়স বেশি দিন
হয়ে গেলে ক্যাপাসিটর
গুলো ফুলে যায় তাই ঠিক
মতো volt
দিতে পারে না ফলে এর প্রভাব
পরে পুরো মাদারবোর্ডের উপর। তখনতো আর পিসি ভাল চলার
কথানা।

মাদারবোর্ডের
প্রতিটি যন্ত্রাংসের ভোল্ট
সাপ্লাই দেয়। তাই
ক্যাপাসিটর নস্ট
থাকলে পিসি হ্যাং করবে। আনেক বেশি গুরুত্বপূর্ন এই
কুলিং ফ্যান। প্রসেসর
অনুযায়ী কুলিং লাগাতে হবে।

যেমন - celeron processor
বেশি হিট হয় তাই এর
কুলিং এর ওজন বেশি না হলে হ্যাং হবে।
celeron processor -এর
জায়গায় Dual Core
processor এর
কুলিং লাগালে হ্যাং করবে।
কারন এর কুলিং অনেক পাতলা ও হালকা
processor এর
উপরে সাদা আঠার
মতো সিলিকন পেস্ট ব্যবহার
করা হয়। অনেক দিন হবার পর
এই সিলিকন পেস্ট অনেক শক্ত হয়ে যায় ফলে processor ঠিক
মতো ঠান্ডা হয় না। তাই
হ্যাং হতে পারে।

পুরানো পেস্ট ওঠিয়ে ফেলুন
নতুন পেস্ট লাগয়ে দিন
processor বেজায় নরমাল থাকবে ফলে পিসি হ্যাং করবে না। র্যামের
কারনে পিসি হ্যাং করে।

মাদারবোর্ড অনুযায়ী র্যাম
লাগান একসাথে দুটি র্যাম
না লাগিয়ে একটি র্যাম
লাগান । অনেক সময় দুটি র্যাম লাগালে বাস স্পিড দুইরকম
হয়ে যায়। তাই ভাল ব্রান্ড এর
র্যাম লাগান । ভাইরাস এর কথা আর
কি বলবো এটার কথা আমরা কম
বেশি সবাই যানি।
Share:

কম্পিউটারভাইরাস ের লক্ষণসমূহ

Computer নিম্মে উল্লেখিত সবগুলো
আথবা যে কোন একটি লক্ষণ দেখা গেলে জানতে
হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত হয়াছে।
যথাঃ-
১। কম্পিউটার প্রোগ্রাম ফাইল ওপেন করতে
সাধারন ভাবে বেশি সময় লাগবে। ২। কম্পিউটারের মেমোরি হ্রাস পাবে।
ফলে কম্পিউটার এর স্পীড (গতি) কমে যাবে।
৩। কম্পিউটার চালু অবস্তায় চলমান কাজের
সাথে সংশ্লিস্ট নয় এমন কিছু র্বাতা প্রদর্শিত
হবে। যেমনঃ-
File not Found, Out Of Memory ইত্যাদি।
৪। কম্পিউটার হ্যাং (কোন কাজ করার
সুযোগ না দেওয়া) হতে পারে।
৫। নতুন প্রোগ্রাম ইন্সটলের সময় স্বাভাবিক
অপেক্ষা বেশী সময় লাগবে।
৬। চলমান কাজের ফাইল গুলো বেশি জায়গা দখল করবে।
৭। কম্পিউটার চালু হতে বেশি সময় লাগবে।
৮। কাজ করার সময় হঠাৎ বন্ধ হতে পারে।
৯। কম্পিউটার এর ফাইল গুল এমন নাম
ধারণ করবে যা পড়া যায়না।
১০। হার্ডডিস্কে ফ্রী স্পেস কমে যায়। ১১। ডিস্ক এক্সিস-এ বেশী সময় লাগবে।
১২। Exe, Com, bat ইত্যাদি ফাইল
গুলো নষ্ট করে দেয়।
১৩। আনেক ফাইল হিডেন (Hidden)
করে দেয়।
এছাড়া অনেক আবাস্তব বার্তা (Message) দিবে।
উপরন্ত বিষয় গুলো যে কোন একটি দেখা দিলে
বুঝতে হবে কম্পিউটার ভাইরাসে আক্রান্ত
হয়েছে।
Share:

কিভাবে আপনার পুরনো ব্লগার ব্লগ এর লিঙ্ক অন্য নতুন ব্লগের সাথে যুক্ত করবেন ।

খুব দরকারি হেড লাইন দেখে না বুজলে পুরো পোস্ট পড়ুন , নতুন , অভিজ্ঞ সবার জন্য ।

বন্ধুরা আশাকরি আমার পোস্ট গুল আপনাদের কাজে আছে , আমার টিউন গুল আপনাদের ক্যামন লাগছে আমাকে কমেন্ট এ জানাতে ভুলবেন না । যাই হোক অন্য দিনের মতো আজকে আপনাদের জন্য খুব কাজের একটি টিপস নিয়ে এলাম আশাকরি আপনাদের কাজে আসবে । আমার হেড লাইন দেখে হয়তো অনেকেই বুজতে পারেননি আমি ঠিক কি বলতে চাইছি তাহলে একটু খুলে বলি । আমার অনেক সময় একটা ব্লগ বানাই ফ্রীতে বা কিনা সে যেভাবেই হোক সেখানে আপনার ভালই ভিজিটর আছে আপনি এখুন চাইছেন সেই ব্লগ পরিবর্তন করে অন্য একটি ব্লগ বানাতে , এখুন আমি চিন্তা করছেন তাহলে তো আগের ব্লগে যা ভিজিটর আছে সেগুল কে আমার নতুন ব্লগ সম্পর্কে জানাব কিভাবে ? আমি জানি অনেক রাস্তা আছে সেগুল সব কটি ফালতু কারণ আজকে আমি আপনাকে দেখাবো কিভাবে আপনার ভিজিটর আপনার পুরনো ব্লগ লিঙ্ক এ ক্লিক করবে কিন্তু প্রবেশ করবে আপনার নতুন ব্লগে । আশাকরি বুজতে পারেন । তাহলে নীচে থেকে দেখে নিন কিভাবে কাজটি করবেন ।





==> এবার আপনার ব্লগার ব্লগ লগ ইন করুন তারপর ড্যাশবোর্ড থেকে Edit HTML থেকে Template এ ক্লিক করুন ।
==> এবার আপনার কীবোর্ড থেকে Ctrl+F প্রেস করে নীচের কোডটি খুজেবের করুন ।

<head>

==> উপরের কোডটি খুজে পেলে তার ঠিক পরে বা নীচে নীচের কোডটি কপি করে পেস্ট করুন ।
<meta http-equiv=”ref
resh” content=”0;url=http://amranhossain93.blogspot.com“/>

নোট ঃ উপরের Url মুছে সেখানে আপনার নতুন ব্লগ এর Url বসিয়ে দিন ।
==> এবার Save Template এ ক্লিক করে সেভ করে নিন । 
Share:

পাসওয়ার্ড ছাড়া পিসি ওপেন...


পাসওয়ার্ড না জেনেই কম্পিউটারে প্রবেশ করুন সহজে। আপনার কম্পিউটারে নতুন অ্যাকাউন্ট খোলার পর Administrator অ্যাকাউন্টটি আর দেখা যাবেনা। এরপর আপনার নতুন অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড সংযুক্ত করলেন। এমতাবস্থায় পাসওয়ার্ড ভুলেগেলে কি করবেন? যদি Administrator অ্যাকাউন্টটিতে পাসওয়ার্ড না দেওয়া থাকে, তাহলে এর সমাধান আছে। কম্পিউটারে পাওয়ার অন করার পর যখন পাসওয়ার্ড উইন্ডোটি আসবে, তখন Ctrl Alt চেপে ধরে Delete বাটনটি ২ বার চাপুন। এরপর নতুন একটি উইন্ডো আসবে। এখানে অ্যাকাউন্ট নাম হিসেবে Administrator লিখুন এবং পাসওয়ার্ড ঘরটি ফাঁকা রেখে Enter বাটনটি চাপুন।
Share:

কম্পিউটার এর কিছু সমস্যা ও তার সমাধান (পর্ব ৫)


সমস্যা- : বায়োস সেভ হচ্ছে না
কারন :
১.     বায়োস জাম্পার ডিসাবল থাকতে পারে
২.      ব্যাটারির চার্জ শেষ হয়ে গেছে
সমাধান :
১.     বায়োস জাম্পার ঠিক আছে কিনা দেখে নিনঠিক না থাকলে সেটি এ্যানাবল করে নিন
২.      ব্যাটারির চার্জ শেষ হয়ে গেলে ব্যাটারি পাল্টে নিন

সমস্যা- : বায়োস হার্ডডিস্ক পাচ্ছে না কিংবা অপারেটিং সিস্টেম না পাবার বার্তা দেখাচ্ছে
কারন :
১.     হার্ডডিস্কে অপারেটিং সিস্টেম ইন্সটল করা আছে সেটি নিশ্চিত থাকলে এই সমস্যা হতে পারে ডেটা ক্যাবল ও পাওয়ার ক্যাবলের যথাযথ সংযোগের অভাবে
২.      বায়োসের CMOS Standard Features এ হার্ডডিস্কটি None করা থাকতে পারে
৩.     CIH ভাইরাসের আক্রমনে বায়োসে হার্ডডিস্ক ডিটেক্ট করতে পারছে না
সমাধান :
১.     হার্ডডিস্কের ডেটা ক্যাবল এবং পাওয়ার ক্যাবল খুলে পুনরায় সঠিকভাবে লাগিয়ে নিন
২.      বায়োসের CMOS Standard Features এ হার্ডডিস্কটি None করা থাকলে তা পরিবর্তন করে IDE বা Auto নির্ধারন করে দিন
৩.     ভাইরাসের দ্বারা আক্রান্ত হলে বুটআপ ডিস্ক দিয়ে কম্পিউটার চালু করে ভাইরাস স্কান করুন

সমস্যা- : বায়োস সেটআপে পূর্ণাঙ্গ অপশন পাওয়া যাচ্ছে না
কারন : বায়োসের ডিফল্ট সেটিংসটি  কোন কারনে কাজ করছে না
সমাধান : কম্পিউটারের কেসিং খুলে মাদারবোর্ডের সাথে যে ব্যাটারি রয়েছে সেটি খুলে ফেলুনএর পর আধা ঘন্টা পরে আবার ব্যাটারিটি যথাস্থানে লাগিয়ে দিনএতে বায়োসের ডিফল্ট সেটিংস কাজ করবে

সমস্যা- : এরর মেসেজ : CKSUM ERR (Checksum error)
কারন : কম্পিউটার বুট করার সময় Post (Power On self test) করার সময় BIOS থেকে ইনফরমেশন পড়ে নিয়ে এসময় BIOS থেকে কোন ডাটা পড়তে না পারলে এ জাতীয় Checksum এরর মেসেজ দেখায়
সমাধান : বায়োস চিপটি ভাল করে পরীক্ষা করা উচিৎএটি যে আইসি বেস এর মধ্যে লাগানো থাকে সেখানে ময়লা জমতে পারে অথবা এর পিনগুলো ঠিকমতো নাও লাগানো থাকতে পারে প্রয়োজনে বায়োস চিপটি পরিবর্তন করে  পরীক্ষা করুন

সমস্যা- : সম্প্রতি আমি একটি সমস্যায় জর্জরিত হয়ে হার্ডডিস্ক ফরমেট করার সিদ্ধান্ত নেই কিন্তু ফরম্যাটের জন্য কমান্ড দিলে মেসেজ আসে- Disk Boot Sector to be modified. Type Y to accept or press Ese to abort. আমি Y চাপলে হার্ডডিস্ক ফরমেট হয় আমি নতুন পার্টিশন তৈরি করার পরও মেসেজটি আসতে থাকে
কারন : BIOS সেটআপে Virus Warning অপশনটি এনাবল করা আছে
সমাধান : BIOS থেকে সহজেই অপশনটি ডিসাবল করা যায়মনে রাখা দরকার, এটি ডিসাবল থাকার ফলেই চেরানোবিল ভাইরাস বিশ্বের লাখ লাখ কম্পিউটারকে নষ্ট করতে পেরেছিল অনেকদিন পেরিয়ে গেলেও ভবিষ্যতেও যে এই ধরনের ক্ষতিকর ভাইরাসের আবির্ভাব হবে না সেটি নিশ্চিত করে বলা যায় না

সমস্যা- : সফটওয়ার স্টার্ট হবার সময় Illegal Performance  দেখায়
সমাধান :
১.     বায়োসের এক্সটার্নাল ক্যাশ মেমোরি ডিসাবল করে দেখুনতাতে কাজ হতে পারে
২.      যে সফটওয়ারটিতে সমস্যা করছে সেটি আনইন্সটল করে ফ্রেশ কপি দিয়ে পুনরায় ইন্সটল করে দেখুন
৩.     তারপরেও সমাধান না পেলে খুব সম্ভবত সেটি আপনার মাদারবোর্ডে বা Ram এর কোন সমস্যাRam বদলে দেখা যেতে পারে

ধন্যবাদ সবাইকেসবাই ভাল থাকবেন
Share:

কম্পিউটার এর কিছু সমস্যা ও তার সমাধান (পর্ব ৪)


এবার দেখুন সমস্যা ও তার সমাধান-

 সমস্যা ৪.১: আমার কম্পিউটারে দুটি হার্ডডিস্ক ব্যবহার করা হলেও একটি হার্ডডিস্ক প্রদর্শন করেতবে হার্ডডিস্ক খুলে আবার সংযোগ দিলে তখন দুটি হার্ডডিস্কই প্রদর্শন করেকিছুদিন পর আবার একটি হার্ডডিস্ক প্রদর্শন করে
সমাধান : কম্পিউটারের একটি হার্ডডিস্কের জাম্পার খুলে দিনযে হার্ডডিস্কটি প্রদর্শন করে না, এর ক্যাবলগুলো পরিবর্তন করে ভালোভাবে সংযোগ দিন
সমস্যা ৪.২: কম্পিউটারে কাজ করার সময় মাঝেমধ্যে নট রেসপন্ডিংবার্তা প্রদর্শন করেওয়ার্ড ফাইলে কাজ করার সময় এ ধরনের সমস্যা হয়ে থাকেআমার কম্পিউটারে ইন্টারনেট সংযোগ নেই
সমাধান : আপনার কম্পিউটারে ব্যবহার করা এমএস অফিস সফটওয়্যারটি ঠিকমতো কাজ করছে নানতুন করে ইনস্টল করুন এবং অপ্রয়োজনীয় ফাইলগুলো মুছে ফেলুন
সমস্যা ৪.৩ : আমি ইয়াহু মেইল ব্যবহার করিবেশ কিছুদিন ধরে আমার ই-মেইল অ্যাকাউন্টে প্রবেশ করার পর মেইল পড়া গেলেও মেইলের সঙ্গে থাকা কোনো অ্যাটাচমেন্ট পড়া যায় নাঅর্থাৎ অ্যাটাচমেন্টে ক্লিক করার পর অনেক সময় পার হয়ে গেলেও তা চালু হয় না
সমাধান : যদি আপনি মনে করেন আপনার কম্পিউটার ভাইরাসমুক্ত, তাহলে নতুন করে অপারেটিং সিস্টেমটি ইনস্টল করার পাশাপাশি হালনাগাদ সংস্করণের ব্রাউজার ইনস্টল করুন
সমস্যা ৪.৪: আমার ল্যাপটপে এক বছর যাবৎ সাউন্ডে সমস্যা দেখা দিয়েছেল্যাপটপ ব্যবহারের সময় মাঝেমধ্যে শব্দ শোনা গেলেও এক-দুই ঘণ্টা পর চলে যায়এমনকি হেডফোন ব্যবহার করলেও কোনো শব্দ শোনা যায় না
→ সমাধান : আপনার সাউন্ড পোর্টটিতে সমস্যা রয়েছেআপনাকে ল্যাপটপের সাউন্ড পোর্টটি পরিবর্তন করতে হবেপ্রয়োজনে আপনি ভালো মানের সার্ভিস সেন্টারে ল্যাপটপটি নিয়ে গিয়ে সমস্যার সমাধান করুন
সমস্যা ৪.৫: কম্পিউটারে ভিডিও ফাইল চালু করলে ডেস্কটপে সেই ভিডিওটির ছবি আটকে যায়এমনকি মাঝেমধ্যে ছবিগুলোর পিঙ্লে ফেটে যায়
সমাধান : আপনার গ্রাফিক্স কার্ডটিতে সমস্যা রয়েছেড্রাইভারটি সঠিকভাবে ইনস্টল করুনকাজ না হলে কার্ডটি বদলে নিনবিল্টইন গ্রাফিঙ্ কার্ড হলে মাদারবোর্ডটি সার্ভিস সেন্টারে নিয়ে যান
সমস্যা ৪.৬: আমি অফিস ২০০৩ সংস্করণ ব্যবহার করিআমার ওয়ার্ড প্রোগ্রামে ঋড়ৎসধঃ মেন্যুটি নেইএটি কি ভাইরাসের কারণে হচ্ছে, নাকি অন্য কোনো সমস্যা?
শাহেদ, চট্টগ্রাম
সমাধান : আপনার ব্যবহৃত অফিস ২০০৩ সংস্করণটিতে সম্ভবত সমস্যা রয়েছেতাই সফটওয়্যারটি আন-ইনস্টল করে নতুন করে ভালো মানের অফিস ২০০৩ ইনস্টল করুন
সমস্যা ৪.৭: আমি মজিলা ফায়ারফক্স ব্রাউজার ব্যবহার করিকিছুদিন ধরে আমার ব্রাউজার চালু করার সময় ‘windows cannot find c:program filesjavajre6.exe’ বার্তা প্রদর্শন করে
সমাধান : আপনার ব্রাউজারটির ডেসটিনিশন অর্থাৎ ইনস্টল লোকেশনে সমস্যা রয়েছেআপনি ব্রাউজারটি আনইনস্টল করে নতুন করে ইনস্টল করুন
সমস্যা ৪.৮: আমার কম্পিউটারে ভিডিও দেখা গেলেও গান শোনার সময় কোনো শব্দ হয় নাতবে গেইম খেলার সময় ঠিকমতো শব্দ শোনা যায়মাঝে মাঝে কম্পিউটার হ্যাং হয়ে যায়
সমাধান : আপনি যে প্লেয়ার দিয়ে গান শুনছেন, সেটির সাউন্ড অপশন সম্ভবত অফ করা রয়েছে সাউন্ড অপশনটি অন করে দিনকাজ না হলে নতুন করে প্লেয়ারটি আন-ইনস্টল করে ইনস্টল করুন
সমস্যা ৪.৯: ইউএসবি পোর্টের মাধ্যমে কম্পিউটারের সঙ্গে ডিজিটাল ক্যামেরার সংযোগ দিলেও কম্পিউটার ক্যামেরাটি শনাক্ত করতে পারে নাতবে মাঝে মাঝে ‘new hardware found’ বার্তা প্রদর্শন করে
সমাধান : আপনার ক্যামেরার সঙ্গের ড্রাইভারটি কম্পিউটারে ইনস্টল করে নিনকম্পিউটারের সঙ্গে ক্যামেরার সংযোগটি সঠিকভাবে রয়েছে কি না পরীক্ষা করুনঅনেক সময় অপারেটিং সিস্টেমের কারণে এ ধরনের সমস্যা হয়ে থাকে
সমস্যা ৪.১০: আমার কম্পিউটারের মাই কম্পিউটার থেকে কোনো ড্রাইভ খোলা যাচ্ছে নাতবে ডেস্কটপে থাকা ফাইল ব্যবহারের পাশাপাশি এঙ্প্লোর অপশন ব্যবহার করে ড্রাইভগুলো খোলা যায়
শোয়েব মজুমদার, আহম্মদপুর, সুজানগর, পাবনা
সমাধান : আপনি প্রথমে ভাইরাস স্ক্যান করে নিনকাজ না হলে নতুন অপারেটিং সিস্টেম ইনস্টল করুনআগের ইনস্টল অপারেটিং সিস্টেমটির ফাংশন মিসিং আছে
Share:

কম্পিউটার এর কিছু সমস্যা ও তার সমাধান (পর্ব ৩)


সমস্যা ৩.২: উইন্ডোজ ফোন ভাল নাকি এন্ড্রয়েড ফোন ভাল?
সমাধানঃ আপনার চাহিদার উপর ভিত্তি করে আসলে বলতে হবে যে কোনটা ভালআপনি যদি সহজে এপ্স পেতে চান ও ব্যাবহার করতে চান তাহলে অবশ্যই এন্ড্রয়েড ভালতবে আপনি উইন্ডোজ ব্যাবহার করেও অনেক মজা পাবেন
সমস্যা ৩.৩: কম্পিউটার দীর্ঘক্ষণ ব্যবহার করলে মনিটর ও সিপিইউ খুব গরম হয়ে যায়এ সময় কম্পিউটারের কাজের গতি খুব কমে যায়মাঝেমধ্যে মনিটর থেকে গন্ধও বের হয়
রেজা আহমেদ, জুরাইন, পোস্তগোলা
ঢাকা
 ♦সমাধান : আপনার মনিটরটিতে সমস্যা রয়েছেআপনি প্রসেসরের ফ্যানটি খুলে পরিষ্কার করে ফ্যানের গায়ে কুলিং পেস্ট লাগিয়ে আবার সংযোগ দিন
সমস্যা ৩.৪: সম্প্রতি ল্যাপটপে গেইম খেলার সময় দুই-তিনবার গেইমটির ছবি আটকে যায়আবার গেইম খেলা গেলেও মনিটরে একধরনের লাল দাগ দেখা যায়এ দাগ গেইমটির কোনো অংশ না হলেও ল্যাপটপ রিস্টার্ট করার পর দাগটি মনিটরে প্রদর্শন করছে
 ♦সমাধান : আপনি যে গেইমটি খেলেন, সে গেইমটি আপনার ল্যাপটপের গ্রাফিকস কার্ড এবং প্রসেসর সমর্থন করে কি না তা দেখে নিনযদি সমর্থন করে তা হলে ল্যাপটপে ব্যবহার করা অপারেটিং সিস্টেমটি নতুন করে ইনস্টল করুন
সমস্যা ৩.৫: আমি কম্পিউটারে যেসব ফাইলে ইমেইজএবং ভিডিওফাইল রাখি, সেগুলোতে স্বয়ংক্রিয়ভাবে থাম্বসফাইল তৈরি হয়ে যায়এমনকি থাম্বসফাইলগুলো মুছে দিলেও আবার তৈরি হয়
 ♦সমাধান : আপনার কম্পিউটারটি ভাইরাসে আক্রান্ত বলে এ ধরনের সমস্যা হচ্ছেআপনি কম্পিউটারে নতুন করে উইন্ডোজ ইনস্টল করে উন্নতমানের লাইসেন্স করা অ্যান্টিভাইরাস ব্যবহার করুন
সমস্যা ৩.৬ : আমার কম্পিউটারের হার্ডডিস্কে তিনটি ড্রাইভ থাকলেও বর্তমানে একটি ছাড়া অন্য ড্রাইভগুলোতে ঢোকা যায় নাএমনকি মাঝেমধ্যে ড্রাইভগুলো প্রদর্শনও করে না সময় রিস্টার্ট দিলে কম্পিউটার একবারে চালু হয় না
সমাধান : আপনার কম্পিউটারে ভাইরাস রয়েছেআপনি উন্নতমানের হালনাগাদ সংস্করণের অ্যান্টিভাইরাস ব্যবহার করুনপ্রয়োজনে নতুন করে হাডডিস্ক পার্টিশন করুন
সমস্যা ৩.৭: আমি উইন্ডোজ xp সার্ভিস প্যাক টু ব্যবহার করিকিন্তু কিছুদিন ধরে কম্পিউটারের সাউন্ড সিস্টেমে সমস্যা দেখা দিচ্ছেএমপিথ্রি চালানোর সময় There may not be a sound device installed on your computer’ বার্তা প্রদর্শন করে
 ♦সমাধান : আপনার সাউন্ড সিস্টেমটি বিল্টইন না এক্সটারনাল, জানালে ভালো হতোযদি বিল্টইন সাউন্ড সিস্টেম হয়, তাহলে আপনাকে নতুন করে সাউন্ড ড্রাইভারটি ইনস্টল করতে হবেএঙ্টারনাল হলে সাউন্ড সিস্টেমটি খুলে পরিষ্কার করার পর আবার সঠিকভাবে সংযোগ দিতে হবে
সমস্যা ৩.৮: আমার কম্পিউটার চালু হতে অনেক সময় নেয় এবং একসময় কম্পিউটার হ্যাং হয়ে যায়তখন কি-বোর্ডের F1 চাপলে কম্পিউটার চালু হয়এ ছাড়া চালু হওয়ার পর কম্পিউটার খুব ধীরগতিতে কাজ করে
 ♦সমাধানআপনি কম্পিউটারের বায়োস সেটিংসে প্রবেশ করে ফ্লপি ড্রাইভ অপশনটি হড়হবকরে দিনএবার নতুন করে অপারেটিং সিস্টেম ইনস্টল করুন এবং উন্নত সংস্করণের লাইসেন্সকৃত অ্যান্টিভাইরাস ব্যবহার করুন
সমস্যা ৩.৯: আমার কম্পিউটারের সাউন্ড সিস্টেম ব্যবহার করে স্পিকারে ঠিকভাবে গান শোনা যায় তবে হেডফোনের সংযোগ দেওয়া হলে কম্পিউটারে চালু থাকা অডিও বা ভিডিও ফাইল বন্ধ হয়ে যায়
 ♦সমাধান : আপনার হেডফোনটিতে সম্ভবত সমস্যা রয়েছেহেডফোনের সংযোগস্থলে বিদ্যুৎ আসে কি না দেখে নিনসাউন্ড সিস্টেমে ভালো মানের স্পিকার এবং হেডফোন ব্যবহার করুন
সমস্যা ৩.১০: পেনড্রাইভ থেকে কোনো ফাইল কম্পিউটারে কপি করা যায় নাকিন্তু কম্পিউটার থেকে সব ধরনের ফাইল পেনড্রাইভে স্থানান্তর করা যায়অনেক সময় পেনড্রাইভের সব ফাইলও দেখা যায় না
সমাধান : আপনার পেনড্রাইভটি ভাইরাসে আক্রান্তলাইসেন্সকৃত উন্নতমানের অ্যান্টিভাইরাস দিয়ে একে আগে মুক্ত করুন এবং পিসিটিও স্ক্যান করে নিন
Share:

Fiverr Offer

Popular Posts

Powered by Blogger.

Labels

Labels

Popular Posts

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.