Get Things Done Faster with these Microsoft Word Tips


Get Things Done Faster with these Microsoft Word Tips

Microsoft Word Tips
Microsoft Word
Here are 10 tips and tricks for Microsoft Word that will help you get things done faster and more efficiently than ever before. I have created the animated GIFs with Word 2013 but the tricks will work just fine with older versions of Microsoft Office as well. Let’s get started.

1. Select Text Quickly

You can triple-click anywhere within a paragraph to select the entire paragraph in Word. Or press the CTRL key and click anywhere within the sentence to select the entire sentence.

You can also select rectangular blocks of text in a Word document, similar to the marquee tool in Photoshop, and apply formatting to the selected area. Hold down the ALT key and drag your mouse to select any rectangular area.

2. The Extended Clipboard

Word has a useful “Spike” feature that you can use cut (move) text and images from multiple locations in a document and paste them all at once to a different location.

To use Spike, select some text, images or other objects in your document and press CTRL+F3 to move that selection to the Spike. You can highlight and append more entries to the same Spike using the CTRL+F3 shortcut. Now press Ctrl+Shift+F3 to paste the content of the Spike anywhere in the document.

3. Move Around Faster

If you are working on a lengthy Word document, you can press the Shift+F5 keyboard shortcut to cycle through the spots that you have edited most recently. Also, when you open an existing document inside Word, the same Shift+F5 shortcut will take you to the location that you were working on when the document was last closed.

4. Change the Sentence CASE

Select some text in Word and press Shift+F3 to quickly change the case of the selection. It toggles between UPPERCASE, lowercase and Camel Case (first letter in capital) and should come handy if you’ve accidentally left the CAPS LOCK key on while typing.

5. Write Anywhere on a Page

Did you know that you can use your Word document as a whiteboard and write your text anywhere on the page. Just double-click wherever you want to type your text and start writing.

a character, you can quickly add it to your document by typing the code followed by Alt+x. For instance, the code for Indian Rupee symbol is 20B9 – type 20B9, press Alt+x and the code will be replaced by the actual Rupee symbol.

6. Convert to Plain Text

When you copy snippet from a web page into Word, all the styles and formatting are retained. There’s however an easy way to remove the styling from any block of text in Word – just select the block and press Ctrl+Space Bar and the rich text will be transformed into plain text.

7. Move Text without Copy-Paste

Most people use the Cut-Paste (Ctrl-x Ctrl-v) route to move text from one location to another within a Word document but there’s an alternate way as well. Highlight any block of text, press F2 and then place the cursor at the spot where you wish to move that text. Press Enter and the selection will be moved.

8. Insert Unicode Characters

If you know the Unicode code of a character, you can quickly add it to your document by typing the code followed by Alt+x. For instance, the code for Indian Rupee symbol is 20B9 – type 20B9, press Alt+x and the code will be replaced by the actual Rupee symbol.

9. Add Placeholder Text

There’s a Lorem Ipsum generator built inside Word to help you insert filler text anywhere inside the document. Type =rand(p,l) and press Enter to insert ‘p’ number of paragraphs each having ‘l’ lines. For instance, =rand(3,6) will generate 3 dummy paragraphs  with 6 lines each.

The other option is =lorem(p,l) that fills your Word document with pseudo-Latin text commonly used in web design projects.

10. Word’s Hidden Calculator

Your copy of Microsoft Word has a hidden calculator that can handle all the common arithmetic operations. You can write the Maths expression in your document, highlight it and press the Calculator button – the results of the calculation will be displayed in the status bar.

Go to Word Options -> Quick Access Toolbar, switch to All Commands and add the Calculate Command to your Quick Access Toolbar.

Share:

এন্ড্রোয়েড ফোনের রুট নিয়ে জামেলা আর না! জেনে নিন রুট এবং কাস্টম রম সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য ।


এন্ড্রোয়েড ফোনের রুট নিয়ে জামেলা আর না! জেনে নিন রুট এবং কাস্টম রম সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য

আমরা যারা অ্যান্ড্রয়েড ডিভাইস ইউজ করি তাদের কাছে কাস্টম রম একটি অতি পরিচিত শব্দসময়ের সাথে সাথে স্টক রমের পরিবর্তে কাস্টম রমের জনপ্রিয়তা অনেক বেড়ে গেছেএর কারণ একটাইআর সেই কারণ হল কাস্টম রমের আকর্ষণীয় সব ফিচার এবং কাস্টমাইজেশন অপশন, যার মজা স্টক রমে নেয়া সম্ভব নয়তাই অ্যান্ড্রয়েদ ডিভাইস কেনার পর আমরা ডিভাইসের জন্য কাস্টম রমের কথা ভাবি কিন্তু অ্যাডভান্সড ইউজার ছাড়া কাস্টম রমের সাথে জড়িত অনেক কিছু সম্পর্কে আমাদের অনেকের তেমন ধারণা নেইতাই কাস্টম রম সম্পর্কিত সকল তথ্য নিয়ে আমার আজকের পোস্ট

Root কি?

রুট বা রুটিং মানে একটি এন্ড্রয়েড ডিভাইসের রুট-লেভেল অ্যাক্সেস পাওয়া রুট/Root শব্দটা এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের কাছ থেকেলিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয়এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে এন্ড্রয়েড ডিভাইসে রুট পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করা
এন্ড্রয়েড ব্যবহারকারীরা প্রায় সবাই বোধহয় একবার হলেও রুট(ROOT) শব্দটার নাম শুনেছেনঅনেকেই আছেন রুট করে মহা আনন্দে এন্ড্রয়েড ফোনের মজা নিচ্ছেন অনেকে হয়ত জানেনই না রুট কি!
রুট বা রুটিং মানে একটি এন্ড্রয়েড ডিভাইসের রুট-লেভেল অ্যাক্সেস পাওয়ালিনাক্স ইউজাররা এটা ভাল বুঝবেন আমি উইন্ডোজ ইউজার, আমার মত আম জনতার কাছে রুট হল যে আমার ডিভাইসটির উপর আমার সর্ম্পুণ কর্তৃত্ব স্থাপন করাকোম্পানী এন্ড্রয়েডের সর্ম্পূণ কর্তৃত্ব ইউজারকে দেয় না
রুট/Root শব্দটা এসেছে লিনাক্স অপারেটিং সিস্টেমের ব্যবহারকারীদের কাছ থেকেলিনাক্স ব্যবহারকারীদের মধ্যে যাদের রুট প্রিভিলেজ বা সুপারইউজার পারমিশন আছে তাদেরকে রুট ইউজার বলা হয়এন্ড্রয়েড তৈরি হয়েছে লিনাক্স ভিত্তিক অপারেটিং সিস্টেম থেকে এন্ড্রয়েড ডিভাইসে রুট পারমিশন মানে সিস্টেম ফাইল এডিট করার পারমিশন আদায় করা

রুট সম্পর্কিত কিছু সংঙ্গা:

রম/ROM মানে Read Only Memory হলেও এক্ষেত্রে রম দ্বারা এন্ড্রয়েডের বিভিন্ন ভাসর্নের অপারেটিং সিস্টেম বুঝায়
ফ্ল্যাশ/Flash করা মানে ডিভাইসটির মধ্যকার অপারেটিং সিস্টেম অপসারণ করে আপনার পছন্দের সিস্টেম বা রম ইন্সটল করা
স্টক রম বলতে উক্ত ডিভাইসের বিল্ট-ইন অপারেটিং সিস্টেমকে বুঝায়
কাস্টম রম বলতে ওপেনর্সোস ইউজারদের তৈরীকৃত নানা সুবিধাযুক্ত কাস্টমাইজড রম বুঝায়
ব্রিক/Brick মানে আপনার ডিভাইসটি ব্যাবহারের অযোগ্য হয়ে যাওয়া!
আনব্রিক/Unbrick মানে ব্রিক হওয়া ফোনকে ঠিক করা/ফাংশনাল করা

কেন রুট করা থাকে না? :

কথা হচ্ছে, নিজের ফোনের কেন এডমিনিস্ট্রেটর পারমিশন আদায়করে নিতে হবে? কেন ইচ্ছা করলেই একটা ফাইল ডিলিট করতে পারব না? ফোন ম্যানুফ্যাকচাররা আপনাকে অনেক সুবিধা দিলেও কিছু সুবিধা/পারমিশন তারা দেয় নাএটা করা হয় ভালোর জন্যইকারণ আগে থেকে আপনাকে ফোনের মধ্যে যা ইচ্ছা তাই করার অনুমতি দেওয়া থাকলে দেখা যাবে আপনি গুরুত্বপূর্ণ একটা ফাইল গায়েব করে দেবেন, অথচ আপনি শুধু চেয়েছিলেন আপনার ফোন মেমোরি বাড়াতে
এছাড়া আপনি কাস্টমাইজ করতে গিয়ে বা রম ইন্সটল করতে গিয়ে ভুল করলে ফোন ব্রিক করে ফেলতে পারেন আর ভাইরাস/ম্যালওয়ারের কিছু ঝামেলা হতে পারেকারণ রুট পারমিশন পেলে আপনি যা ইচ্ছা তাই ইন্সটল করতে পারেন, যার কারণে ম্যালওয়ার ফোনে ঢুকে পড়তে পারে

এন্ড্রয়েড কেন রুট করবেন?

কেন ঝামেলা করে আপনার এন্ড্রয়েডটিকে রুট করবেন? রুট করলে আপনি যা যা করতে পারবেন তা হল
. রুটিং আপনাকে আপনার এন্ড্রয়েডে সুপার ইউজারঅধীকার দেয়
. ফোনটিতে কি থাকবে আর কি থাকবে না তা নিশ্চিত করতে পারবেনডিফল্ট হিষেবে থাকা অনেক সফ্টওয়ার আপনার পছন্দ নাও হতে পারেরুট আপনাকে এগুলো Uninstall বা Replace করার ক্ষমতা দেয়
. এন্ড্রয়েড মার্কেটে ও অন্য সফ্টওয়ার সাইটে পাওয়া যায় অসাধারণ সব এন্ড্রয়েড সিস্টেম সফ্টওয়ার, যা দিয়ে নানাভাবে ফোনের পারফর্মেন্স বাড়াতে পারবেনকিন্তু রুট ছাড়া এসব হয় না
. অনেক ইনবিল্ট ফিচার যা একটি ডিভাইসে সাপোর্ট করে অথচ অন্য ডিভাইসে হয় না, কিন্তু রুটিঙের মাধ্যমে এগুলো ঠিক করা যায়উদাহরণস্বরূপ, লাউভ ওয়ালপেপার Samsung Galaxy Spica তে রুট না করলে চলে না
. আপনার ডিভাইসটির WifI বা Bluetooth সংযোগের মাধ্যমে ইন্টারনেট সংযোগ শেয়ার এবং ওয়াইফাই দিয়ে উচ্চগতিতে ডাটা ট্রান্সফার করতে এনড্রয়েডে ওয়াইফাই/ব্লুটুথ টেথারিং করতে হয়, যার জন্য রুট বাধ্যতামূলক
. বিল্ট-ইন না থাকলে ফোনে বাংলা ফন্ট ইন্সটল করতে রুট লাগবে
. এন্ড্রয়েড ব্যবহারকারীরা এটাও হয়ত শুনে থাকবেন যে অনেকে কাস্টম রম(Custom ROM) ইন্সটল করেঅনেকে হয়ত কাস্টম রম ইন্সটল করা ফোন দেখে মনে মনে ভেবেছেন আপনিও করবেনতাহলে আপনাকে রুট করতেই হবেকাস্টম রম ইন্সটলের প্রধান শর্ত আপনাকে রুট করতে করতে হবে
ROM হচ্ছে Read Only Memory যা আপনার ডিভাইসটিকে চালায়নেটে অনেক কাস্টম রম পাবেন যা আপনার ফোনকে শুধু দৃষ্টিনন্দন করে তুলবে তাই নয় ফোনের পারফরম্যান্সও বাড়িয়ে তুলবেকাস্টম রম ডেভেলপারদের মধ্যে CyanogenMod, Team Rouge, Team EOS, ParanoidAndroid, MIUI ইত্যাদির নাম বেশি শোনা যায় আপনি ইচ্ছা করলে রম ম্যানেজার দিয়ে আপনার ফোনের সাথে কম্প্যাটিবল রম ডাউনলোড করে নিতে পারেন
আর রম খোঁজার জন্য GooManager  RomManager ব্যবহার করতে পারেন
কোন রম ভালো এবং রম সম্পর্কে জানতেঃ How to Find Custom Rom for Your Android Phone
. কোন কোন ফোনের ক্ষেত্রে থিম অর্থাৎ আপনার ফোন যে গ্রাফিক্সটা প্রদর্শন করছে তা পরিবর্তন করার জন্যেও আপনাকে রুট করা লাগতে পারে
. এন্ড্রয়েড ডিভাইস রম দিয়ে চললেও, কাজগুলোর কমান্ড বা নির্দেশ দেওয়া হয় কার্নেলের মাধ্যমেকার্নেল সংশ্লিষ্ট এপ্লিকেশনকে টাচ অনুযায়ী কাজ করতে বলেআপগ্রেডেড কার্নেল ব্যবহার করে আপনার ফোনের পারফরম্যান্স বাড়ানো সম্ভব
কার্নেল সম্পর্কে জানতেঃ What is Kernel?
০. রুট করার পরে যদি কাস্টম রম ইন্সটল করেন তবে আপনার ফোন কিভাবে চালাবেন মানে সিপিউ ইউসেজ কেমন অ্যালাউ করবেন তার কিছু অপশন পাবেনএগুলোর মাধ্যমে আপনার ফোনের সর্বোচ্চ স্পিড ও সর্বনিম্ন ব্যাটারি খরচে পেতে পারেনআরো জানতে ভিজিট করুন – XDA Forums
এছাড়া কিছু অ্যাপস আছে  যেমনঃ
এগুলো দিয়েও আপনি আপনার সিপিউ ইউসেজ কন্ট্রোল করতে পারবেনবলাই বাহুল্য ইউজ করার জন্য রুট আবশ্যক
১১. বেসব্যান্ড ওয়্যারলেস সেটিংস( ফোন, ওয়াইফাই, রেডিও) নিয়ন্ত্রণ করেনএটা আপগ্রেড করা মানে বেটার সার্ভিস পাওয়া
১২. রুট করার আরেকটি বড় সুবিধা হচ্ছে ব্যাকআপ তৈরি করাগুগল হয়ত কিছু ব্যাকআপ সুবিধা দেয় কিন্তু সেটা কন্ট্যাক্টস, ক্যালেন্ডার, জি-মেইল পর্যন্তইরুট করার মাধ্যমে আপনি আপনার ডিভাইসের সফটওয়ারের একটা হুবহু কপি করে রাখতে পারবেন এপ্লিকেশন সেটিংস সহ!! ধরুন রুট করার পর রম আপগ্রেড করবেন বা কাস্টম রম ইন্সটল করতে মন চাইলোইন্সটল করার পরে দেখলেন ভালো লাগছে নাতখন? ব্যাকআপ করা থাকলে সেই ফাইলটি ফ্ল্যাশ করুন, আপনার ডিভাইস ঠিক আগের মত অবস্থায় ফিরে যাবেআপনার মেমোরি কার্ডের ফাইলগুলো পর্যন্ত ফিরে পাবেন একইরকম ভাবেএজন্য রুট করার পর যা কিছু করার আগে ব্যাকআপ করে নিন
এখন কথা হচ্ছে ব্যাকআপ কিভাবে করবেনযদি Apps ব্যবহার করতে চান তাহলে Titanium Backup এর কথাই আগে আসবে
আর যদি কাস্টম রিকভারি ইন্সটল করে থাকেন( কাস্টম রম ইন্সটল করতে গেলে, কাস্টম রিকভারি মাস্ট) তাহলে সেখান থেকেও ব্যাকআপ করতে পারেন
১৩. রুট করার পর আপনার ফোনের অপ্রয়োজনীয় ফাইল ডিলিট করতে পারবেন, ফোন মেমোরি থেকে স্টক অ্যাপস মেমোরি কার্ডে নিতে পারবেনআপনার ফোন মেমোরি যত ফাঁকা করতে পারবেন ততই স্পিড বাড়বে
১৪. আপনি যদি একজন এন্ড্রয়েড ডেভেলপার হন বা কাস্টম রম/রিকাভারি বানাতে চান তাহলেও আপনাকে রুট করতে হবেকাস্টম রম/ রিকভারি স্টক রম/রিকভারির উপর ভিত্তি করেই বানানো হয়আর স্টক ফাইল এক্সট্রাক্ট করতে আপনার সুপার ইউজার(SuperUser/SU) মানে রুট পারমিশন লাগবে

রুটিং এ রিস্ক বা অসুবিধা কি কি?:

রুটিং করতে নানাবিধ ঝামেলা পোহাতে হয়আপনি যদি না জানেন আপনি কি করছেন তাহলে রুট না করাই ভালোনা বুঝে যদি রুট করতে চান তাহলে যে বিপদ গুলো হতে পারেঃ
১. যদি ভুল রম ইন্সটল করেন যেটা আপনার ফোনের সাথে কম্প্যাটিবল না বা রুট প্রসেসের কোন ধাপ অসাবধানতাবশত ভুল করে ফেললে বা বাংলাদেশে যেটা হতে পারে- মাঝখান দিয়ে কারেন্ট চলে গেলে (যার কারণে আমি আমার Symphony Xplorer W20 বহুত ভয়ে ভয়ে রুট করেছি) আপনার ডিভাইসটি ব্রিক হয়ে যেতে পারেব্রিক মানে জানতে এই পোষ্টের প্রথমদিকে দেখুন
২. ওয়ারেন্টি থাকাকালীন সময়ে রুট করলে আপনার ডিভাইসের ওয়ারেন্টি ভয়েড বা নষ্ট হবেতবে এখন কিছু কিছু ফোনে ওয়ারেন্টি ফিরিয়ে আনার পদ্ধতি পাওয়া যায়
৩.  এছাড়া ভাইরাসের কিছু ভয় আছে সেটার রোধ  করতে এন্ড্রয়েডের জন্য পাওয়া যায় এমন নানা এন্টিভাইরাস ব্যাবহার করতে পারেন
আশা করি Root সম্পর্কে একটা ধারনা দিতে পেরেছি

Custom Rom কি

সহজ কথায় কাস্টম রম মানে হল আপনার অ্যান্ড্রয়েড স্মার্টফোন অথবা ট্যাবলেট এর জন্য একটি বিকল্প অপারেটিং সিস্টেমবিভিন্ন ব্র্যান্ডের অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে ম্যানুফ্যাকচারার কর্তৃক বিভিন্ন ফার্মওয়্যার বা অপারেটিং সিস্টেম দেয়া থাকে, যেমন স্যামসাঙ ডিভাইস গুলোতে Touchwiz এবং HTC ডিভাইস গুলোতে Sense. কাস্টম রমে আপনি স্টক অপারেটিং সিস্টেম এর তুলনায় অনেক বেশি কাস্টমাইজেশন সুবিধা পাবেনঅর্থাৎ কাস্টম রমের মাধ্যমে স্টক রমের তুলনায় আপনি আপনার ডিভাইসকে খানিকটা বেশি নিয়ন্ত্রণ করার সুজগ পাবেনএছাড়া কাস্টম রম আপনার ডিভাইসে অ্যান্ড্রয়েডের সবচেয়ে আপডেটেড ভার্সন ইন্সটল করার একটি সহজ পথ

Nightly build কি?

একটি কাস্টম রম সম্পূর্ণ স্ট্যাবল ( যে রমে কোন এরর বা বাগ নেই ) হয়ে রিলিজ পাওয়ার আগে অটোমেটিক ভাবে এর অনেকগুলো ভার্সন তৈরি করা হয় যে ভার্সন গুলোতে বিভিন্ন এরর এবং বাগ ঠিক করা হয়আপনি যদি কাস্টম রমের মাধ্যমে নতুন নতুন ফিচার এবং মোড উপভগ করতে চান তাহলে আপনার ডিভাইসের জন্য কম্প্যাটিবল রমের নাইটলি ভার্সন গুলো ফ্ল্যাশ করতে পারেনতবে রেগুলার ইউজ এর জন্য এই নাইটলি রম ব্যবহার করা উচিত নয়কারণ এতে অনেক বাগ থাকে যার কারণে সময়ে অসময়ে আপনি ডিভাইসে যে কোন ধরনের ছোটখাট সমস্যায় পড়তে পারেনএইসব সমস্যা এড়ানোর জন্য স্ট্যাবল রম ফ্ল্যাশ করাই ভাল

Gapps কি?

গুগল অ্যাপস গুলোকে একসাথে সংক্ষেপে Gapps বলা হয়বিভিন্ন গুগল অ্যাপস যেমন Play Store, Gmail,Google map, Hangout,Google+ ইত্যাদি Gapps এর অন্তর্ভুক্তঅনেক কাস্টম রমে Gapps দেয়া থাকে আবার অনেক কাস্টম রমে Gapps রম ফ্ল্যাশ করার সময় আলাদা ভাবে ফ্ল্যাশ করতে হয়

Recovery কি ?

আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি বুট হওয়ার আগে কয়েকটি নির্দিষ্ট কী এর কম্বিনেশন ব্যবহার করে আপনি রিকভারি মোডে যেতে পারেনবিভিন্ন ধরনের কাস্টম রিকভারি রয়েছেসবচেয়ে পপুলার এবং প্রয়োজনীয় দুটি কাস্টম রিকাভারির নাম হল CWM বা ClockworkMOd Recovery এবং TWRP বা TeamWIn Recovery project.  স্মার্টফোনের রিকভারিতে কাস্টম রম জিপ ফ্ল্যাশ, ফ্যাক্টরি রিসেট, Cache partition এবং Dalvik Cache ক্লিয়ার এবং ব্যাকআপ এবং রি-স্টোর অপশন থাকে

Bootloader কি?

বুটলোডার হল স্মার্টফোনের ইন্টারনাল মেমোরির একটি আলাদা পার্টিশনসকল অ্যান্ড্রয়েড ডিভাইসে বুটলোডার দেয়া থাকে যা অপারেটিং সিস্টেম কার্নেল কে সঠিকভাবে বুট হওয়ার জন্য নির্দেশনা প্রদান করেসাধারণত অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে বুটলোডার লক করা থাকে যাতে কাস্টম রম অথবা কার্নেল ফ্ল্যাশ করার কারণে ডিভাইসের কোন ক্ষতি না হয়যেমন Motorola তাদের কিছু অ্যান্ড্রয়েড ডিভাইস গুলোতে “eFuse” নামে একটি কমান্ড ব্যবহার করেছে যা আপনার ডিভাইসটিকে পার্মানেন্টলি ব্রিক করে দিতে পারে যদি আপনি কোন কাস্টম রম ফ্ল্যাশ করার চেষ্টা করেন।  তাই কাস্টম রম ফ্ল্যাশ করার আগে অবশ্যই বুটলোডার আনলক করে নিতে হবে

Nandroid backup কি?

Nandroid backup হল আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সম্পূর্ণ সিস্টেমের ব্যাকআপআপনি যদি কোন ভাবে আপনার ডিভাইসটি সফট ব্রিক করে ফেলেন তাহলে আপনি Nandroid Backup রি-স্টোর করার মাধ্যমে আপনার ডিভাইসটিকে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যেতে পারবেন

Dalvik cache কি?

Dalvik cache/cache হল বাফার মেমোরি যেখানে আপনার ডিভাইসে সর্বাধিক ব্যবহৃত ফাইল গুলো জমা থাকে, যাতে পরবর্তী সময়ে ব্যাবহারের জন্য দ্রুত ফাইল গুলো পুনরুদ্ধার করা যায়

Fastboot কি?

ফাস্টবুট হচ্ছে একটি স্পেশাল টুল যা সাধারণত ডেভেলপমেন্টের জন্য ব্যবহার করা হয়ে থাকেএকটি অ্যান্ড্রয়েড ডিভাইসকে ফাস্টবুট মোডে পিসিতে কানেক্ট করে আপনি এর সাহায্যে আপনার স্মার্টফোনে বিভিন্ন সিস্টেম ইমেজ এবং ফাইল বুট করতে পারবেনএছাড়া ফাস্টবুটের মাধ্যমে আপনি আপনার ডিভাইসে কোন নির্দিষ্ট পার্টিশন ডিলিট করার জন্য বা ডিভাইসকে বুটলোডারে যাওয়ার জন্য কমান্ড পাঠাতে পারবেন

ADB কি?

ADB শব্দটি আমরা অনেকেই শুনেছিADB ের পূর্ণ রুপ হল Android Debug Bridge. ফাস্টবুটের মত  ADB হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের জন্য একটি সফটওয়্যার ইন্টারফেস, যার সাহায্যে আপনি আপনার পিসি ব্যাবহার করে আপনার ডিভাইসে বিভিন্ন কমান্ড পাঠাতে পারবেনএছাড়া ADB এর সাহায্যে আপনি আপনার স্মার্টফোন থেকে পিসিতে অথবা আপনার পিসি থেকে স্মার্টফোনে ফাইল ডাউনলোড করতে পারবেন

Kernel / custom kernel কি?

সহজ ভাষায় কার্নেল হল আপনার ডিভাইসের হার্ডওয়্যার এবং সফটওয়্যার এর মধ্যবর্তী সমন্বয়কারী লিংকআপনি যখন আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসটি দিয়ে কোন কিছু করতে চান তখন কার্নেল আপনার কাজটি সম্পাদনের জন্য সফটওয়্যারের নির্দেশ কে হার্ডওয়্যারে পাঠায় এবং আপনার কাংখিত কাজটি সম্পাদন করেএখন ধরে নিন আপনি আপনার ডিভাইসে স্লাইডারের সাহায্যে স্ক্রীনের ব্রাইটনেস কমানোর চেষ্টা করছেন, কার্নেল সফটওয়্যারের এই পরিবর্তন বা নির্দেশটিকে হার্ডওয়্যারে পাঠায় যার ফলে আপনার স্ক্রীনের ব্রাইটনেস কমে যায়আর কাস্টম কার্নেলে অনেক অতিরিক্ত ফাংশন অ্যাড করা থাকে যার সাহায্যে ডিভাইসের সিপিউ ক্লক রেট এবং ব্যাটারি ইউসেজ পরিবর্তন করা যায়

 Thank you everybody...
Share:

জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে । এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক । ১০০% কাজ করব ৷আপডেটেড ।


জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক ১০০% কাজ করব ৷আপডেটেড

>>> এই পোস্টটি ১,৫২১ বার দেখা হয়েছে <<<
জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক ১০০% কাজ করব ৷
জিপি ফ্রি নেট বন্ধ করে দিয়েছে এখন কয়েকটা বিকল্প পদ্ধতি দেখে নেয়া যাক
1 » আপাতত ব্রাউজ এর জন্য প্রথমে p1 একটিভ করুন
তারপর T567321 লিখে 9999 SMS দেন
তাহলে আপনি ৫ টাকায় 15MB পাবেন যার মেয়াদ ১৫ দিন
*অবশ্যই P1 একটিভ করার পর ম্যাসেজটা পাঠাবেন
2» GP-Internet এবং Opera mini দিয়ে ফেসবুক ফ্রী চালান
মনে রাখবেন মোড করা ওপেরাতে নয়
Opera এর Adress http://0. facebook.com/ লিখে ফ্রী ফেসবুক ব্যবহার করুন
আপনি চাইলে ছবিসহ ব্যবহার করতে পারবেন
শুধু Photo link copy করে 0 এর আগে WWW বসান
এভাবে , http:// www. 0.facebook.com/­home.php যাদের টাকা বা মেগাবাইট কাটছে তারা অপেরার সেটিংস এ যান
(opera mini 5.0 to 7.1) Menu>settings>>­advanced settings. উপরে ‘connection type’/­’protocol’ নামে একটা মেনু আছে
ওখান ‘HTTP’ এবং ‘SOCKET’ Or ‘SOCKET/HTTP’ নামের অপশন আছে
আপনারা ‘HTTP’ সিলেক্ট করে 0. facebook.com চালান , তাহলে Tk বা Mb কাটবে না
আর কাটলেও মাঝে মাঝে 2/1KB or, 2/1 paisa কেটে নিতে পারে
ওপেরা 4.0 to 4.4 Menu>setting>pr­otocol type এ যেতে হবে
3 » P1 একটিভ করুন
তারপর প্রতিদিন রাত ১১.৩০ খেকে ১২.১৫ পর্যন্ত continue একটা File download করুন
23tk যাবে প্রথমদিন , তারপর থেকে ফ্রি ব্রাউজ করতে থাকুন প্রতিদিন
4 »আনলিমিটেড ফাইল ডাউনলোডের জন্য P 4(150MB@60tk pack) নিন রাত 12.05am , 130 মেগাবাইট ডাটা শেষ হবার পর 30 Megabyte এর একটা বড় ফাইল একটানা একবারে ডাউনলোড দিন
এরপর প্যাকটা আনলিমিটেড হয়ে যাবে আপনি ওইদিন 1.7GB+ ডাটা ডাউনলোড দিতে পারবেন
আর ওইদিন 11.30pm থেকে 12.45am পর্যন্ত ডাটা ইউজ টানা করলে কথনো কথনো পরের দিনেও আনলিমিটেড ডাউনলোড দিতে পারবেন

Share:

নোটপ্যাড দিয়ে ক্যালকুলেটর তৈরি করুন


নোটপ্যাড দিয়ে ক্যালকুলেটর তৈরি করুন

>>> এই পোস্টটি ২৪৮ বার দেখা হয়েছে <<<
আপনারা সবাই কেমন আছেন?এখন আমরা নোটপ্যাড দিয়ে ক্যালকুলেটর তৈরি করব শুরু করা যাক,প্রথমে একটি নোট প্যাড খুলুন এবং নিচের কোডগুলো কপি করুন তারপর calculator.bat এই নাম এ সেইভ করুন তৈরি হয়ে গেল ক্যালকুলেটর!
Code is here………………….
@echo off
color 0A
title CALCULATOR VERSION 1.2
:loop
cls
echo.
echo Calculator Version 1.2
echo ———————————————–
echo * = MULTIPLY
echo + = ADD
echo – = SUBTRACT
echo 2 = SQUARED
echo / = DIVIDE
echo After an equation, type CLEAR to clear the screen of your equations, type KEEP to leave them there, or type EXIT to leave.
:noclear
set /p UDefine=
set /a UDefine=%UDefine%
echo.
echo =
echo.
echo %UDefine%
echo KEEP, CLEAR, OR EXIT?
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==KEEP echo. && goto noclear
if %clearexitkeep%==EXIT (exit)
:misspell
echo.
echo ———————————————–
echo You misspelled your command. Please try again (make sure you are typing in all caps LIKE THIS).
echo Commands:
echo CLEAR Clear all previous equations and continue calculating.
echo KEEP Keep all previous equations and continue calculating.
echo EXIT Leave your calculating session
echo Enter in a command now.
set /p clearexitkeep=
if %clearexitkeep%==CLEAR goto loop
if %clearexitkeep%==EXIT (exit)
if %clearexitkeep%==KEEP goto noclear
goto misspell
এবার calculator.bat ফাইল টি রান করুন

Share:

নাম বিহীন ফোল্ডার তৈরী করবেন যেভাবে !

বিসমিল্লাহীর রহমানীর রাহীম

আশা করি সবাই ভালো আছেনশিরনাম দেখেই হয়ত চমকে গেছেন তাই না? অনেকে ভাবছেন এটা আবার কঠিন কিছু হলো নাকী? আবার হয়ত অনেকে চমকে উঠে বলেছেন How it Possible ? যারা জানেন তাদের নতুন করে কিছু বলার নাইআর যারা নতুন তাদের উদ্দেশ্যে বলছি হ্যা এটা সম্ভবকিন্তু একটু ছোট ট্রিকস খাটিয়ে
 
যেভাবে তৈরী করবেনঃ
১. একটি ফোল্ডার তৈরী করুন
২. ফোল্ডারটিতে মাউসের ডানবাটনে ক্লীক করে Rename এ ক্লীক করুন
৩. এখন Alt  কী ধরে রেখে ০১৬০ চাপুন
৬. দেখুন নাম ছাড়াই ফোল্ডার তৈরী হয়েছে
কি খুব মজা তাই না? এটা অন্যদের কাছে শেয়ার করে তাদেরও চমকে দিতে পারেন


আপনি ইচ্ছা করলে এটির লোগো শূন্য করতে পারেনকিভাবে?
  • ফোল্ডার টির উপর রাইট ক্লিক করুন ও Properties ক্লিক করুন
  • এখন Customize থেকে Change icon ক্লিক করুন


  • এবার যেকোনো শূন্য আইকন নির্বাচন করে ওকে ক্লিক করুন
  • এবার Apply ok ক্লিক করুন
  • দেখুন আপনার ফোল্ডার টি লোগো বা আইকন এখন শূন্য
http://amranhossain93.webs.com
http://amranhossain93.blogspot.com

Share:

কম্পিউটার বার বার রিস্টার্ট নেয়ার কিছু কারণ।

সবাইকে সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছিআশাকরি সকলে ভালো আছেনঅনেক সময় দেখা যায় যে একটা গুরুত্বপূর্ণ কাজ করার সময় হঠাত আপনার কম্পিউটার রিস্টার্ট নিচ্ছেএর বিভিন্ন কারণ থাকতে পারে তার মধ্যে কতগুলো নিচে তুলে ধরা হল

১. প্রসেসরের কুলিং ফ্যান ঠিকমতো না ঘোরার কারণে অনেক সময় পিসি রিস্টার্ট হয়
২. ফ্যানটিতে ময়লা জমেছে কি না সেটাও খেয়াল করে দেখুন ময়লা জমলে ঠাণ্ডা মাথায় ভালো করে পরিষ্কার করুন
৩. ধুলাবালি জমার কারণেও অনেক সময় এ সমস্যা হতে পারে ভালো ভাবে নির্ণয় করুন
৪. ভোল্টেজ আপ-ডাউন এর কারণে হতে পারেএক্ষেত্রে স্ট্যাবিলাইজার ব্যবহার করে দেখতে পারেন
৫. নতুন কোনো যন্ত্রাংশ যোগ করার কারণেএ রকম মনে হলে যন্ত্রাংশটি ওই ড্রাইভার আনইনস্টল করতে হবে
৬. উইন্ডোজের সিস্টেম ফাইলে ত্রুটি দেখা দিলে এই সমস্যা হতে পারেএ রকম হলে নতুন করে উইন্ডোজ সেটআপ দিতে হবে
৭. ভাইরাসের কারণেও অনেক সময় পিসি আচমকা রিস্টার্ট হয়এক্ষেত্রে ভালো কোন এন্টিভাইরাস ব্যবহার করুন
৮.  RAM সমস্যার কারণে এটি হতে পারেএক্ষেত্রে র‌্যাম টি ভালো ভাবে পরিষ্কার করে অথবা চেম্বার চেঞ্জ করে দেখতে পারেন
উপরের সমস্যা গুলোর মধ্যে কোন সমস্যা যদি সনাক্ত হয় তবে বর্ণিত নিয়মে সমাধান করার চেষ্টা করুনতার পরও যদি না হয় তাহলে কোন বিশেষজ্ঞ এর কাছে যান
সবাইকে অনেক ধন্যবাদ

Share:

কম্পিউটার Slow হয়ে গেছে? No Tension!!!Speed নিয়ে যান।


আসসালামু আলাইকুম,
সবাইকে শুভেচ্ছাআজ আমি আপনাদের কিছু টিপস দেব (হয়ত আপনি আগে থেকেই জানতেন)
যা আপনার PC কে আরও Speed দিতে পারে
কথা না বাড়িয়ে কাজে আসি
নিম্নের কাজগুলো করে দেখুন :
  • Ctrl + Alt + Delete চেপে বা টাস্কবারে মাউস রেখে Right Button ক্লিক করে Task Manager খুলুনতারপর Processes-এ ক্লিক করুনঅনেকগুলো Program- তালিকা দেখতে পাবেনএর মধ্যে যেগুলো এখন কাজে লাগছে না সেগুলো নির্বাচন করে End Process-এ ক্লিক করে বন্ধ করে দিনযদি কিছু ভুল করে বন্ধ করে ফেলেন এবং অপারেটিং সিস্টেমের যদি কোন সমস্যা হয় তবে PC রিস্টার্ট করুন
  • কিছু সময় পরপর Start এ গিয়ে Run লিখে এনটার দিয়ে  recent , Prefetch , temp , %temp% , tree/ , tree  লিখে ok করুনএকটা একটা করে লিখে এনটার করুনএন্ড এনটার দিলে যে অ-কাজ্যকর ফাইল আসবে সে গুলো ডিলিট করুন
  • Control Panel এ যানAdd or Remove এ দুই ক্লিক করুন  Add/Remove windows components-এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটির বামপাশে অদরকারি program গুলোর পাশের টিক চিহ্নগুলি তুলে দিনতারপর Accessories and Utilities নির্বাচন করে Details এ ক্লিক করুননতুন যে উইন্ডো আসবে সেটি থেকে যে program গুলো আপনার কাজে না সেগুলোর টিক চিহ্নগুলো তুলে OK করুনএখন next এ ক্লিক করুনSuccessful message আসলে Finish এ ক্লিক করুন
  • অনেক সময় PC'র র‍্যাম কম থাকলে PC slow হয়ে যায় ভার্চুয়াল মেমোরি বাড়িয়ে কিছুতা গতি বাড়ানো যায়এর জন্য- My Computer মাউস রেখে right button ক্লিক করে properties-e যানএখন advance এ ক্লিক করে performance এর settings এ ক্লিক করুনআবার advance -এ ক্লিক করুন এখন change এ ক্লিক করে নতুন উইন্ডো এলে সেটির Initial size Maximum size-এ আপনার ইচ্ছামত size লিখে set-এ ক্লিক করে ok দিয়ে বেরিয়ে আসুনতবে Initial size এ আপনার PC'র র‍্যামের দ্বিগুণ এবং Maximum size এ র‍্যামের চারগুন দিলে ভাল হয়
Share:

মাত্র 180 KB-র Add-ons দিয়ে youtube সহ দুনিয়ার সকল ওয়েবসাইট block access করুন!!

প্রথমে আমার সালাম গ্রহণ করুন এবং সবার জন্য শুভেচ্ছা রইলআশা করি আপনারা ভালই আছেন
445189-youtubebanblock-1349086976-207-640x480
আমি ইন্টারনেট বেশ ভালো ভাবেই লক্ষ্য করেছি, যখন থেকে youtube বন্ধ বা block হয়েছে তবে থেকে বিভিন্ন ব্লগ-ওয়েবসাইটে জমকালো ট্রাফিক ভিড় লেগে গেছে! এক-একজন আবিষ্কার করতাছে youtube-এ ঢোকার বা unblock করার পদ্ধতিমনে হয়, তারা খদ্দেরকে টাইনা নিয়ে যায় তাদের সাইটে আর দেখায় নানা পদ্ধতিকেউ ip কেউ proxy কেউ https:// আবার, অনেকে এটি নিয়ে কবিরাজ পর্যন্ত হয়ে গেছে যাক, যে যা পাক তাই করুকআমরা আমাদের মূল কাজে ফিরে আসি

আপনাদের নানা ঝামেলায় পড়তে হয় youtube unblock করতেযেমন- বার বার ip change করতে problem || slow কানেক্টশন ইত্যাদি-ইত্যাদি এসব বলে খতম করার নাম নাই

কিন্তু আজ আপনাদের আমি যা gift করব তা কোন mega byte -এর বড় কোন software নয় বরং কাজ করতে ওয়েবসাইট unblock করতে বড়ই ওস্তাদএটি হল একটি ছোট্ট Add-ons যা, ইন্সটল করে একটি ক্লিক করবেন- অবশেষে আপনি নিজেই বলবেন ও আল্লাহ্, youtube খুইলা গেছে
banner1
এই    KB এর Add-ons টি হল Stealthy” || এই Add-ons খুবই কার্যকর পদ্ধতি youtube ও অন্য blocked ওয়েবসাইট গুলো  unblock করতেআপনারা বেশির ভাগ পাঠক Mozilla Firefox এবং Google Chrome  ব্যবহার করেনএজন্য Mozilla Firefox এবং Google Chorme  এর জন্য StealthyAdd-ons নিয়ে এলামআপনদের যদি ইচ্ছা থাকে super speed এবং একটি ক্লিক করে youtube ব্যবহার করার তাহলে নিচের পদ্ধতি অনুসরণ করুন……..

Mozilla Firefoxব্যবহারকারী DOWNLOAD করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন—–index

১/ প্রথমে ফায়ারফক্স open করে সেটিংস্‌ থেকে Add-ons Manager-এ যাবেন অথবা ctrl+shift+a চাপুনAdd-ons Manager ওপেন হলে,সেখানে Stealthyনামে সার্চ করুন অথবা নিচের LINK থেকে DOWNLOAD করুন***

DOWNLOAD লিঙ্ক https://addons.mozilla.org/en-us/firefox/addon/stealthy/?src=userprofile

২/ ডাউনলোড করার পর Add-ons ইন্সটল হবেইন্সটল সম্পন্ন হলে তারপর ফায়ারফক্স restart করুন

৩/ এখন firefox -এর ওপরে ডানে    এই রকম (লাল) icon দেখতে পাবেনসেখানে ক্লিক করুন দেখবেন    (হলুদ) icon দেখতে পাবেনআপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুনদেখবেন      (সবুজ) icon  দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!logo

৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com || অবশেষে বলবেন ও আল্লাহ্, youtube খুইলা গেছে এখন আপনি লুফে নিন youtube-এর মজা!!

৫/ youtube || ইউটিউব ব্যাবহার বা কাজ শেষ হলে,আপনি Stealthyবাটনে ক্লিক করুনসবুজ থেকে লাল হলে বুঝবেন আপনার ফায়ারফক্স এখন স্বাভাবিক অবস্থায় আছে

৬/আপনি ইউটিউব ব্যাবহার করতে এভাবে, একটি ক্লিক করে ইউটিউব ব্রাউজ এবং কাজ শেষে আরেকবার ক্লিক করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন ।।


logodd

Google Chrome ব্যবহারকারী DOWNLOAD করতে নিচের পদ্ধতি অনুসরণ করুন—–

১/ প্রথমে Google Chrome browser ওপেন করুন এবং Stealthy Add-onsনিচের LINK থেকে DOWNLOAD করুন***imagesdd

DOWNLOAD লিঙ্ক https://chrome.google.com/webstore/detail/stealthy/ieaebnkibonmpbhdaanjkmedikadnoje

২/ Stealthy Add-onsডাউনলোড করুন এবং ইন্সটল করুন

৩/ এখন chrome-এর ওপরে ডানে    এই রকম (লাল) icon দেখতে পাবেনসেখানে ক্লিক করুন দেখবেন    (হলুদ) icon দেখতে পাবেনআপনি ৩/৫ সেকেন্ড অপেক্ষা করুন দেখবেন      (সবুজ) icon  দেখা যাচ্ছে অর্থাৎ কাজ হয়েছে!!

৪/ এখন youtube ওপেন করুন অর্থাৎ , address bar -এ গিয়ে টাইপ করুন http://www.youtube.com || অবশেষে বলবেন ও আল্লাহ্, youtube খুইলা গেছে এখন আপনি লুফে নিন youtube-এর মজা!!279910-64

৫/ youtube || ইউটিউবের ব্যাবহার বা কাজ শেষ হলে,আপনি Stealthyবাটনে ক্লিক করুনসবুজ থেকে লাল হলে বুঝবেন আপনার chrome এখন স্বাভাবিক অবস্থায় আছে

৬/আপনি ইউটিউব ব্যাবহার করতে এভাবে একটি ক্লিক করে ইউটিউব ব্রাউজ এবং কাজ শেষে আরেকবার ক্লিক করে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনুন ।।

>>এখন, আপনি সিদ্ধান্ত নিন (ip change- proxy change- https://) নানা ঝামেলা পূর্ণ সফটওয়্যার ব্যাবহার করবেন না একটি ক্লিক করে ইউটিউব ব্রাউজ করবেন!!!
আজ এখানেই শেষ করলামআপনারা কমেন্ট করতে ভুলবেন নাকমেন্ট করলে আরও উৎসাহ পাব নতুন নতুন পোস্ট করার জন্যযেকোনো সমস্যার সমাধান পেতে কমেন্ট করুন ভালো অথবা খারাপ লাগলেও কমেন্ট করবেন

আপনাদের জন্য শুভ কামনা রইলো
http://www.amranhossain93.blogspot.com
http://www.amranhossain93.webs.com
http://www.amranhossain93.wordpress.com
Share:

Fiverr Offer

Popular Posts

Powered by Blogger.

Labels

Labels

Popular Posts

Labels

Recent Posts

Unordered List

  • Lorem ipsum dolor sit amet, consectetuer adipiscing elit.
  • Aliquam tincidunt mauris eu risus.
  • Vestibulum auctor dapibus neque.

Pages

Theme Support

Need our help to upload or customize this blogger template? Contact me with details about the theme customization you need.