ইউটিউব কীবোর্ড শর্টকাট আপনাকে জানা দরকার

আজকাল ইন্টারনেটে অধিকাংশ সময় মানুষ ইউটিউবে কাটায়। কেউ মুভি দেখে, কেউ গান শোনে আবার অনেকেই আছে যারা কিছু শিখতে ইউটিউব ভিজিট করে থাকে। কিছু কীবোর্ড শর্টকাট আছে যা ইউটিউব ব্যাবহারের অভিজ্ঞতাকে বাড়িয়ে দেয়। এসব কীবোর্ড শর্টকাট নিয়ে আজকের এই পোস্ট।

ইউটিউব কীবোর্ড শর্টকাট সমুহঃ

কীবোর্ড শর্টকাটফাংশন
Spacebarভিডিও Play/Pause করা যায়। অনেক সময় Spacebar চাপলে ভিডিও Play/Pause হওয়া বাদ দিয়ে পেজ স্ক্রল করে নিচের দিকে চলে যায়।
Play/Pauseভিডিও Play/Pause করা যায়।
kভিডিও Play/Pause করা যায়। আমি সব সময় এটি ব্যাবহার করি।
Stopভিডিও বন্ধ করা যায়।
Left/Right তীর চিহ্নভিডিওর ৫ সেকেন্ড পূর্বে এবং পরে যাওয়া যায়।
jভিডিওর ১০ সেকেন্ড পূর্বে যাওয়া যায়।
lভিডিওর ১০ সেকেন্ড পরে যাওয়া যায়।
Home/Endভিডিওর প্রথম এবং শেষ সেকেন্ডে যাওয়া যায়।
1-9ভিডিওর ১০% থেকে ৯০%-এ সরাসরি যাওয়া যায়।
0ভিডিওর প্রথমে যাওয়া যায়।
Up/Down তীর চিহ্নভিডিওর ভলিউম ৫% বাড়ানো অথবা কমানো যায়।
mভিডিওর ভলিউম বন্ধ করা যায়।
/সার্চ বক্সে যাওয়া যায়।
fফুল স্ক্রীন মোডে যাওয়া যায়। আবার একই বাটন চেপে ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়। Esc বাটন চেপেও ফুল স্ক্রীন মোড থেকে বেরিয়ে আসা যায়।
tথিয়েটার মোডে যাওয়া যায়।
iমিনিপ্লেয়ার চালু করা যায়।
cভিডিওর ক্যাপশন এবং সাবটাইটেল চালু অথবা বন্ধ করা যায়।
Shift+Nএর মাধ্যমে পরবর্তী ভিডিওতে যাওয়া যায়। (যদি একটি প্লেলিস্ট থেকে ভিডিও প্লে করা হয় তাহলে প্লেলিস্টের পরবর্তী ভিডিও প্লে হবে নয়তো ইউটিউব এর সাজেসটেড ভিডিও প্লে হবে)
Shift+Pপূর্ববর্তী ভিডিওতে যাওয়া যায়। এই শর্টকাটটি কেবলমাত্র প্লেলিস্ট এর ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
এছাড়াও Shift+? বাটন চাপলে ইউটিউব এর কীবোর্ড শর্টকাট সমূহ দেখাবে
কোন সমস্যা হলে মন্তব্য করে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো এবং সুস্থ থাকুন।
Share:

Related Posts:

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.

Fiverr Offer

Popular Posts

Powered by Blogger.

Labels

Labels

Popular Posts

Labels