গুগলের তৈরি Android Os এখন সারা বিশ্বে বিপুল জনপ্রিয় অপারেটিং সিস্টেম। সারা বিশ্বের বেশিরভাগ স্মার্টফোন Android Based এর উপর নির্মিত!
এই অপারেটিং সিস্টেম ফ্রি হওয়াই ও প্লেস্টোরে বিপুল পরিমান এপ্পস থাকার কারনে সবার পছন্দের Android অপারেটিং সিস্টেম।আমরা যারা এই অপারেটিং সিস্টেমকে পিসি ও ল্যাপটপে ইউস করতে চাই,তারা এই টিউনের কয়েকটা ওএস থেকে আপনার পছন্দের ওএস বেছে নিতে পারবেন। Android টাচ নির্ভর অপারেটিং সিস্টেম হলেও কয়েকটি কোম্পানি এই ওএস কে পিসি ও ল্যাপটপ চলার উপযোগী করে তৈরি করেছেন।তার মধ্য জনপ্রিয় কয়েকটি অপারেটিং সিস্টেম নিচে চিত্র সহকারে উল্লেখ করা হলো,
1: Prime OS
2: Phonex OS
3: Remix OS
4: Openthos OS
5: Bliss OS
উপরের চিত্র থেকে কোন ওএসের গ্রাফিক্স ভালো লাগলো ও টিউনটি কেমন লাগলো? কমেন্ট করে নিশ্চয় জানাবেন।আপনারা যদি চান তাইলে প্রত্যেকটির বিস্তারিত ভাবে আলোচনা করবো নেক্সট টিউনে ডাউনলোড লিঙ্ক সহ,কিন্তু যদি আপনারা সেইটা চান, কারন আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে।