গুগলের তৈরি Android Os এখন সারা বিশ্বে বিপুল জনপ্রিয় অপারেটিং সিস্টেম। সারা বিশ্বের বেশিরভাগ স্মার্টফোন Android Based এর উপর নির্মিত!
এই অপারেটিং সিস্টেম ফ্রি হওয়াই ও প্লেস্টোরে বিপুল পরিমান এপ্পস থাকার কারনে সবার পছন্দের Android অপারেটিং সিস্টেম।আমরা যারা এই অপারেটিং সিস্টেমকে পিসি ও ল্যাপটপে ইউস করতে চাই,তারা এই টিউনের কয়েকটা ওএস থেকে আপনার পছন্দের ওএস বেছে নিতে পারবেন। Android টাচ নির্ভর অপারেটিং সিস্টেম হলেও কয়েকটি কোম্পানি এই ওএস কে পিসি ও ল্যাপটপ চলার উপযোগী করে তৈরি করেছেন।তার মধ্য জনপ্রিয় কয়েকটি অপারেটিং সিস্টেম নিচে চিত্র সহকারে উল্লেখ করা হলো,
1: Prime OS
2: Phonex OS
3: Remix OS
4: Openthos OS
5: Bliss OS
উপরের চিত্র থেকে কোন ওএসের গ্রাফিক্স ভালো লাগলো ও টিউনটি কেমন লাগলো? কমেন্ট করে নিশ্চয় জানাবেন।আপনারা যদি চান তাইলে প্রত্যেকটির বিস্তারিত ভাবে আলোচনা করবো নেক্সট টিউনে ডাউনলোড লিঙ্ক সহ,কিন্তু যদি আপনারা সেইটা চান, কারন আপনাদের কমেন্টের উপর নির্ভর করবে।
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.